অবিভক্ত বরিশাল জেলার নিবেদিত প্রাণ ও বিশিষ্ট বরেণ্য ব্যাক্তিবর্গের মহৎ উদ্যেগে শেকড়ের টানে ৫৬ বৎসর পূর্বে সিলেটে বসবাসরত বৃহত্তর বরিশাল বাসীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, সৌহার্দ্য, একতা ও ভ্রাতৃত্ববোধ স্থাপনের লক্ষ্যে ৩৬০ আউলিয়ার পূণ্য ভুমি সিলেটে “বৃহত্তর বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেট” এর কার্য্যক্রম শুরু হয়। যা পরবর্তীতে প্রয়োজনের তাগিদে বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি নামে অভিহিত করা হয়।
এই ওয়েব সাইট তৈরির মাধ্যমে বরিশাল বিভাগ বাসী সিলেটের বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত চাকুরীজীবি ও ব্যাবসায়ীদের মধ্যে ভাব বিনিময় একটি নিবিড় সেতু বন্ধন তৈরী ও মননশীলতা বিকাশে সহায়ক হবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |
৫৪বি, স্টেডিয়াম মার্কেট, সিলেট-৩১০০
+৮৮০-১৬১৬১৬৪৪১১
+৮৮০-১৭১৫৬৪২৬১০
bbks.sylhet@gmail.com
miraz.ibit@gmail.com
© বরিশাল-বিভাগীয় কল্যান-সমিতি-সিলেট।