+880 1616164411        bbks.sylhet@gmail.com

সাধারণ সম্পাদকের বাণী

 

 

দেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রার সাথে যুক্ত হয়েছে “বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি সিলেট”। www.bbkssylhet.com নামে ওয়েব সাইট খুলে সমিতির সকল তথ্য কর্মপন্থা সারা বিশ্বের মানুষের মাঝে উপস্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত উৎফুল্ল্যহ ও দীর্ঘ দিনের একটি স্বপ্নপূরন হয়েছে বলে মনে করি। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মসূচী বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। বরিশাল বিভাগের যে সকল ভাই ও বোনেরা সিলেটে স্থায়ী দীর্ঘ দিন অথবা সাময়িক ভাবে বসবাস করছেন তারা ও সমিতির প্রতি আকৃষ্ঠ হবেন এবং সমিতির সামাজিক কর্মসূচীতে আত্ননিয়োগ করবেন। এই মহতী কাজের বিনা পারিশ্রমিকে নিজস্ব শ্রম মেধা মনন ও অর্থ দিয়ে সম্পাদন করছেন দপ্তর সম্পাদক মোঃ মিরাজ আহমেদ। একারণে তাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও স্নেহাশীষ। ঐক্য, শান্তি, প্রগতির পথে বলিয়ান হয়ে আমি এই সমিতির উত্ত্বর উত্ত্বর মঙ্গল কামনা করি।

 

মোঃ সিদ্দিকুর রহমান

ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক

বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি সিলেট

নোটিশ
search here
this is callernder
June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930